Published : Tuesday, 26 January, 2021 at 11:23 PM, Update: 26.01.2021 11:26:24 PM, Count : 2269

ঐতিহ্যবাহী জেলা যশোরকে আবারও বিভাগ এবং এখানকার পৌরসভাটিকে সিটি কর্পোরেশন দাবি করেছেন যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
তিনি মঙ্গলবার ২০২১ সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সুযোগে এ দাবি তুলে ধরেন।
এমপি কাজী নাবিল আহমেদ তার বক্তৃতায় বলেন, ভৈরব নদ খনন কাজ প্রায় স্তিমিত। খনন কাজ দ্রুত শেষ করতে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি কৃষি অর্থনীতিতে যশোরের অবস্থান মূল্যায়ণ করে একটি কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন, যশোর শহরের রাস্তাঘাট প্রশস্তকরণ ও সৌন্দর্য্যবর্ধন, বঙ্গবন্ধু ম্যূরাল চত্ত্বর, দড়াটানা ও তৎসংলগ্ন এলাকায় ওয়াকওয়ে ও একটি ঝুলন্ত ব্রিজ নির্মাণসহ মহামারির বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরিভিত্তিতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ, সিসিইউ ও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন, ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোরকে বিভাগ ও সিটি কর্পোরেশন এবং এয়ারপোর্টকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোরে একটি ইপিজেড ও দু’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন জরুরি বলে দাবি করেন।