Published : Monday, 15 February, 2021 at 8:40 PM, Count : 102
এক সুমায় রেডুয়ার খুব চল ছিলো। তকন পিরায় শুনা যাইতো, নিদ্দারিত শিল্পী না আসার কারনে অইন্য শিল্পী গান গাচ্চেন। কোন কোন জাগায় মঞ্চো অনুষ্টানেও ইরাম হইয়ে থাকে। যার গান গাওয়ার কতা তিনি হয়ত কোন কারনে আসতি পারেনি। কিন্তুক ইরাম খবর শুনা গেচে কিনা আমার জানা নেই, যে একজন শিল্পী আসার কতা তিনি আসতি পারেন নি, কিন্তুক তার নামে গলা নকল কইরে অইন্য একজন আইসে গাইয়ে গেচেন। গান বাজনার বেলায় ইরাম হলিও জানের বুজ দিয়া যাইতো। কিন্তুক পিপারে যা পড়লাম, তাতে আকাটা মাইরে গিলাম। এক জাগায় ওয়াজ মফেল দেচে। পোধান যে বক্তার বয়ান করার কতা কইয়ে চারিদিকি পোচার চালানো হইয়েচে, মফেলের দিন সেই নামে ভুয়ো একজন আইসে মুকি হাজি রুমাল বাইন্দে বয়ান দিচ্চিল। গলা শুইনে কয়জনের সন্দেহ হলি তারা মঞ্চোয় ঠেইলে উইটে বয়ান থামায়ে তার সাতে বাক-বিতন্ডা শুরু করে। পরে এক পযযায়ে মুকিত্তে হাজি রুমাল সরালি দেকা যায়, যে বয়ান কত্তেচে সে আসল বক্তা না। ইরামকি তার মুকি দাড়িও নেই। পক্সি দিতি আইসে ধরা খাইয়ে গেলি শুরু হইলো কাজাকাজি। কাজাকাজিত্তে শুরু হইলো গনপিটোন। মারির চোটে ভুয়ো বক্তা পাটায় পড়লি পরে পুলিশ আইসে তারে ছুটোয় নিয়ে গেচে!
কি সব্বেরাশে কতা কওদিনি বাপু! ধম্মসভায় কেউ ইরাম জালিয়াতি করে! দিন দিন চারিদিকি হচ্চেডা কি! গ্যালো শুক্করবার রাত ১১ডার দিকি সাতক্ষীরে জিলার সদর উপজিলার এল্লারচর ইউনিয়নের বালিথা এলেকায় এই খাইন বাইদেচে। এই ঘটনার ভিডিও সুমাজিক যুগাযোগ মাইদ্যমে ছড়ায় গেলি হুটোপাটা বাইদে গেচে চারিদিকি। ওই ইউনিয়নের চিয়ারমেন শামছুর চাচা জানায়েচেন, সালমা বেগম নামের এক চাচী ওই মফেলের আয়োজন করিলেন। মফেলে ঢাকাত্তে মাওলানা আবুল কালাম আজাদ নামের এক বক্তার বয়ান করার কতা ছিলো। কিন্তুক তিনার বদলে বক্তা আনার যিনি ঘটকালী করিলেন তিনি ঐ নামে ভুয়ো বক্তা আইনে মঞ্চোয় উটোয় দিলো। আসল বক্তার গলা মুরুব্বীগের অনেকের চিনা, তারা এই বক্তার বয়ান শুইনে কানাঘুষো শুরু করেন। এক কান দুই কান হতি হতি এক সুমায় একজন আইগোয় যাইয়ে বয়ান থামায় দিয়ে কতা কাটাকাটি শুরু করে। পরে মুকিত্তে হাজী রুমাল টান দিয়ে সরালিই বাইরোয় পড়ে কত বড় জালিয়াতি চইলতেচে। বয়ান শুনতি আসারা বাইড়োন জুড়লি পরে পুলিশ আইসে তারে বাচায় নিয়ে গেচে।
মফেলেও জালিয়াতি! আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩