Published : Monday, 22 February, 2021 at 3:39 PM, Count : 53

হল খুলে দেয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে হল কবে খুলছে সে ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেনি প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে।
সোমবার বেলা ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খুলে দেয়ার প্রাথমিক আশ্বাসে আন্দোলন থেকে সরে আসে তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, মঙ্গলবার ইউজিসির সঙ্গে আলোচনার পর হল খুলে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিবে প্রশাসন। তবে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে ক্যাম্পাস ও হল খুলে দেয়ার সময় বেধে দেন শিক্ষার্থীরা।