Published : Monday, 22 February, 2021 at 7:35 PM, Count : 104

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন করোনাভাইরাস প্রতিরোধের টিকা গ্রহণ করেছেন। সোমবার বেলা সাড়ে ১১টায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে তিনি টিকা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফারহানা সুলতানা এমপি শেখ আফিল উদ্দিনকে করোনাভাইরাস প্রতিরোধের টিকা নিতে সহযোগিতা করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী এবং উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার পর্যন্ত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে চার হাজার দুশ’ ২১ জন নারী-পুরুষ করোনাভাইরাস প্রতিরোধের টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ তিন হাজার ৩৮ জন এবং নারী এক হাজার একশ’ ৮৩ জন। টিকা গ্রহণের জন্য নিবন্ধিত হয়েছেন পাঁচ হাজার আটশ’ ৭৯ জন।