Published : Monday, 22 February, 2021 at 8:04 PM, Update: 22.02.2021 8:34:11 PM, Count : 68

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক ডকুমেন্টারি প্রতিযোগিতায় যশোর জেলা পর্যায়ে ঝিকরগাছা এমএল মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। বিচারকদের দেয়া গড় ৭৪.৭ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে ঝিকরগাছার এমএল মাধ্যমিক বিদ্যালয়। বিজয়ী এই বিদ্যালয়টি নাম পাঠানো হবে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।
এছাড়া, যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজ দ্বিতীয়, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় তৃতীয়, মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় চতুর্থ, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পঞ্চম, শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ষষ্ঠ, আগড়া মাধ্যমিক বিদ্যালয় সপ্তম ও সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজ অষ্টম হয়েছে।
সোমবার এই ডকুমেন্টারি জেলা প্রশাসকের সভাকক্ষ-২ মূল্যায়ন করা হয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদ, জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস প্রমুখ।
বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বিজয়ী ডকুমেন্টারি প্রদর্শন করা হবে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক।