২২ শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষা দিবস পালন করেছে বিএনপি মালয়েশিয়া ও তার অংগ সংগঠন। দলের সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপত্বিতে ও এ কে এম হাবিবুর রহমান শিশিরের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্য বাদলুর রহমান খান বলেন, ১৯৫২ সনের ভাষা আন্দোলন বাংলার মানুষের মনে সূচনা করেছিল স্বাধীনতার স্বপ্ন। সেই থেকে গচ্ছিত অগ্নিস্ফুলিঙ্গ লেলিহান শিখা হয়ে ১৯৭১ সালের ২৬শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কন্ঠে স্বাধীনতার ঘোষনার মাধ্যমে জ্বলে উঠেছিল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে স্বগত বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন।
অন্যদের মাঝে বক্তব্য দেন, দলের সহ-সভাপতি ও সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব তালহা মাহমুদ, সহ-সভাপতি এম জে আলম, সহ-সাধারন সম্পাদক কাজী সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, সভাপতি স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া হাবিবুর রহমান তালুকদার রতন, যুগ্ন সাধারণ সম্পাদক যুব দল মালয়েশিয়া রমজান আলি, সাংগঠনিক সম্পাদক যুব দল মালয়েশিয়া আহম্মেদ হোসেন সাগর, যুব নেতা জসিম উদ্দিন, জাসাস নেতা শেখ আসাদুজ্জামান মাসুম, দপ্তর সম্পাদক যুব দল মালয়েশিয়া বাদল কারার, সহ-সাংগঠনিক সম্পাদক যুব দল মালয়েশিয়া হাসিবুর রহমান শান্ত, কর্মসংস্থান সম্পাদক জাহাঙ্গির হাওলাদার ও স্বেচ্ছাসেবক নেতা রিপন চৌধুরী সহ আরও অনেকে।
ভাষাদিবসের উপর নিজের লেখা কবিতা আবৃতি করেন দলের তথ্য ও আর্কাইভ বিষয়ক সম্পাদক এম ফরহাদ হোসেন পলাশ।
ভার্চুয়াল আলোচনা সভায় সংযুক্ত ছিলেন, দলের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, আব্দুল জলিল লিটন, এস এম রহমান তনু, সহ-সাধারন সম্পাদক ফজলুল করিম সোহরাব, প্রচার সম্পাদক এস এম বশির আলম, সহ-অর্থ সম্পাদক এম এ কালাম, সভাপতি কে এল সেন্ট্রাল (ব্রিকফিল্ড) বিএনপি আবুল কাশেম নয়ন, ভারপ্রাপ্ত সভাপতি জোহর বিএনপি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক জোহর বিএনপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক বুকিট বিন্তাং বিএনপি আনোয়ার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক কে এল সেন্ট্রাল (ব্রিক ফিল্ড) বিএনপি রুহুল আমিন,যুগ্ন সাধারণ সম্পাদক বিএনপি জোহর ইউসুপ পাটোয়ারী, যুব দল সহ-সভাপতি মঞ্জু খাঁ, সহ-সেচ্ছাসেবক সম্পাদক বিএনপি মালয়েশিয়া কাজি সোহেল মাহমুদ, যুব নেতা নুরে সিদ্দিকি সুমন, সভাপতি যুব দল জোহর কে এ সবুজ, সহ-সভাপতি যুব দল জোহর রেজাউল খান ও রাসেল সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক যুব দল জোহর সেন্টু শিকদার ও এস এ রুবেল, সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল হেলাল শিকদার, মহিলা নেত্রী জেসমিন, যুব নেতা এম এ মারুফ এলাহী, তুহিন, বাবু সরকার, খোকন ভুইয়া, আব্দুল কাদের, মঞ্জর আলি, রাজা খান, আল ইমরান, মহিউদ্দিন মহিম ও হাজী আব্দুল হামিদ মিন্ট সহ অংগ সহযোগী ও প্রাদেশিক কমিটির নেতাকর্মী।
এর আগে আলোচনা সভার শুরুতে কোরান থেকে তেলাওয়াত করেন মৌলানা মহিউদ্দিন।