Published : Thursday, 25 February, 2021 at 3:58 PM, Count : 109

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারো রেকর্ড হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে, এবার বৈদেশিক মুদ্রার মজুদ ছাড়িয়েছে ৪ হাজার ৪০০ কোটি ডলার।
বুধবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৪০২ কোটি ৮০ লাখ ডলার। প্রতি ডলার ৮৫ টাকা ধরে, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ লাখ ৭৪ হাজার ২৩৮ কোটি টাকা। আন্তর্জাতিক মানদ- অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মত বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়।
আর কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান রিজার্ভ দিয়ে দেশের কমপক্ষে ৮ মাসের আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব। বিশ্লেষকরা বলছেন, করোনার মধ্যে প্রবাসী আয় বৃদ্ধি এবং পণ্য রপ্তানিতে ধস না নামার কারণেই রিজার্ভ বেড়েছে।
এছাড়া বিদেশি ঋণ-সহায়তা বৃদ্ধিও রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।