Published : Thursday, 25 February, 2021 at 6:58 PM, Count : 199

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা বৃহস্পতিবার বিকেলে নতুনবাজার চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান।
জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অ্যাডভোকেট ইসমাইল হোসেন (পিপি), সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী, নায়েব আলী জোর্য়াদার, পৌর মেয়র কাজী আশরাফুল আজম এবং মকবুল হোসেন।

জনসভায় বক্তারা আগামী ২৮ ফেব্রুয়ারির উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শিকদার শেফালী বেগমকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। গত ৪ নভেম্বর শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেনের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।
এদিকে, নির্বাচনী জনসভা উপলক্ষে সকাল থেকে দলীয় নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে হাজির হন নতুনবাজার চত্বরে। দুপুর হওয়ার সাথে সাথে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। অনেকে বাজারে স্থান না পেয়ে পার্শ্ববর্তী রাস্তা এমনকী আশপাশের ভবনের ছাদগুলোতে অবস্থান নেন। জনসভাকে কেন্দ্র করে পুরো শৈলকুপা পরিণত হয় মিছিলের শহরে।