Published : Friday, 26 February, 2021 at 8:08 PM, Count : 111

ম্যাচ শুরুর ২৪ সেকেন্ডের মাথায় গোল পেল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দুর্দান্ত শুরুর সুবিধা অবশ্য কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ১-১ ড্র করে মুক্তিযোদ্ধা সংসদ। মাহদুদ হোসেন ফাহিম মুক্তিযোদ্ধা সংসদকে এগিয়ে নেওয়ার পর রহমতগঞ্জকে সমতায় ফেরান আরাফাত হোসেন।
খেলা শুরু হতেই জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতোর থ্রু পাস ধরে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ফাহিম। ২৬ মিনিটে লক্ষ্যভ্রষ্ট হেডে সমতায় ফেরার সুযোগ নষ্ট করেন রহমতগঞ্জের ক্রিস রেমি। চার মিনিট পর রোহিত সরকারের ক্রসে ভালো জায়গায় থেকেও বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি মুক্তিযোদ্ধা সংসদের মেহেদী হাসান রয়েল।
রহমতগঞ্জের রক্ষণে চাপ ধরে রাখলেও গোল পায়নি আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ড্র করা মুক্তিযোদ্ধা সংসদ। ৪৪ মিনিটে কাতোর ফ্রি কিক প্রথম চেষ্টায় ফেরানোর পর দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে নেন রাসেল মাহমুদ লিটন।
গুছিয়ে ওঠা রহমতগঞ্জ ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। ৫৬ মিনিটে মিশরের ডিফেন্ডার আলাদিন নাসেরের কাট ব্যাকে আরাফাতের প্লেসিং শট চোখের পলকে জালে জড়ালে সমতায় ফিরে দলটি।
পাঁচ মিনিট পর ভালো একটি সুযোগ নষ্ট হয় আগের দুই ম্যাচ হেরে আসা রহমতগঞ্জের। রেমির ব্যাক হিলে বল পেয়ে যান ডি-বক্সের ডান দিকে ফাঁকায় থাকা সাব্বির আহমেদ। দিলশদ ভাসিয়েভের বদলি নামা এই ফরোয়ার্ড হতাশ করেন ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মেরে।
১০ ম্যাচে দুই দলের পয়েন্ট সমান ৯ করে। গোল পার্থক্যে রহমতগঞ্জ নবম এবং মুক্তিযোদ্ধা সংসদ দশম স্থানে রয়েছে।