
ঝিনাইদহের কালীগঞ্জে পৌর নির্বাচনে কাশিপুর ৮ নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া, বাড়ী ঘর ভাংচুর , বিজিবি লাঠিচার্জ আহত হয়েছেন ৪ জন ।
কালীগঞ্জ থানা ওসি মাহফুজার রহমান জানান, আজ (২৮ ফেব্রুয়ারি)সকাল ১০ টার সময় ঝিনাইদহের কালীগঞ্জ পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান সজল ও আরিফুল ইসলাম সমর্থকদের মধ্যে ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয় এ সময় উভয় পক্ষের ফুল মিয়া , রওশন , মনিরুল সহ ৪ জন আহত হয় । এ সময় ঘটনাস্থলে বিজিবি সদস্যরা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় । বেশ কয়েকটি বাড়ী ভংচুর করা হয় আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ভোট কেন্দ্রে ম্যাজিঃ ইস্টাকিং ফোর্স, পুলিশ মোতায়ন করা হয়েছে ।