Published : Sunday, 28 February, 2021 at 7:44 PM, Count : 195

কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ফের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম আশরাফ। তিনি পেয়েছেন ১৯ হাজার তিনশ’ ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মাহাবুবার রহমান পেয়েছেন তিন হাজার ৭৪ ভোট। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ প্রতীকের এনামুল হক ইমান পেয়েছেন দু’হাজার আটশ’ ১৬ ভোট এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাতপাখা প্রতীকের নুরুল ইসলাম পেয়েছেন এক হাজার চারশ’ ৭১ ভোট।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলমগীর হোসেন জানান, বেসরকারিভাবে নৌকা প্রতীকের আশরাফুল আলম আশরাফ বিজয়ী হয়েছে।
কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এক নম্বর ওয়ার্ডে রাশেদুল হক রিগান, দু’নম্বর ওয়ার্ডে রুবেল মিয়া, তিন নম্বর ওয়ার্ডে আশরাফুজ্জামান রনি, চার নম্বর ওয়ার্ডে বদিউজ্জামান সাজু, পাঁচ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ছয় নম্বর ওয়ার্ডে নাসির উদ্দিন লিটন, সাত নম্বর ওয়ার্ডে মুক্তার হোসেন, আট নম্বর ওয়ার্ডে মেহেদী হাসান সজল এবং নয় নম্বর ওয়ার্ডে ফিরোজ আহমেদ সেন্টু।