Published : Sunday, 28 February, 2021 at 8:07 PM, Count : 226
রোববার যশোরে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন (টিকা) নিয়েছেন তিন হাজার আটজন। এর মধ্যে শুধুমাত্র যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নয়শ’ ১৬ জন টিকা নিয়েছেন।
টিকা গ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমন, যশোর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হেলালুল ইসলাম প্রমুখ।
এদিন পুলিশ হাসপাতাল থেকে টিকা নিয়েছেন ৫৬ জন, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মেডিকেল স্কোয়াড্রনে ১৮ জন ও যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ৯৯ জন টিকা নিয়েছেন।
এছাড়া, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুশ’ ঝিকরগাছা থেকে দুশ’ ৬৫, কেশবপুর থেকে একশ’, মণিরামপুর থেকে পাঁচশ’ আট ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুশ’ ৭০ জন টিকা নিয়েছেন। এ পর্যন্ত যশোরে টিকা নিয়েছেন ৬৩ হাজার আটশ’ ৭৬ জন।