কেশবপুরে দ্বিতীয়বার মেয়র হলেন রফিকুল
কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর)
Published : Sunday, 28 February, 2021 at 8:16 PM, Count : 351

যশোরের কেশবপুর পৌরসভায় মেয়র পদে আবার নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম মোড়ল। তিনি ১১ হাজার আটশ’ ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুস সামাদ বিশ্বাস পেয়েছেন দু’ হাজার তিনশ’ ১৩ ভোট। অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন চারশ’ দশ ভোট।
রোববার সন্ধ্যায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বেসরকারিভাবে উপরিউক্ত ফলাফল ঘোষণা করেন।