Published : Monday, 8 March, 2021 at 8:41 PM, Count : 181

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২০-২০২১ অর্থ বছরের জন্য স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে শুদ্ধাচার/উত্তম চর্চা, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও সেবা প্রদান প্রতিশ্রুতি সংক্রান্ত বিষয়ে সোমবার সকালে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকলকে শুদ্ধভাবে সঠিক আচরণ করার মাধ্যমে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের আইনানুসারে যাবতীয় কর্মসম্পাদন করার আহ্বান জানানো হয়। প্রয়োজনে নিজেকে সংশোধন করে আত্মবিশ্বাস, মেধা ও মনন চর্চার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেয়ার আহ্বান জানানো হয় সেমিনারে।
যবিপ্রবি এপিএ টিমের আহ্বায়ক অধ্যাপক ড. আনিছুর রহমানের সভাপতিত্বে সেমিনারে এপিএ টিমের সকল সদস্য যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, পরিচালক (হিসাব) জাকির হোসেন, পরিচালক (প: উ: ও পূর্ত) পরিতোষ কুমার বিশ্বাস, উপরেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক ও সহকারী রেজিস্ট্রার মাহমুদুন্নবী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়দ গালিব, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. জিয়াউল আমিন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন ড. নাসিম রেজা, বিজ্ঞান অনুষদের ডীন ড. সুমন চন্দ্র মোহন্ত, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. আব্দুল্লাহ্ আল মামুন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ড. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।