Published : Monday, 8 March, 2021 at 9:18 PM, Count : 146

ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের মা সকিনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার রূহের মাগফেরাত কামনা করেছেন।
বিবৃতিদাতারা হলেন, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি আমিরুল ইসলাম রন্টু, সাধারন সম্পাদক ফিরোজ ইকবাল, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি আসাদ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম বাবু, শহর কমিটির সভাপতি সঞ্চিতা বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম দীপু প্রমূখ।