Published : Saturday, 3 April, 2021 at 6:42 PM, Count : 133

আগামীকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজের এমবিবিএস পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাবি জনসংযোগ বিভাগ।
বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কারণ সম্পর্কে বলা হয়, রোববার (৪ এপ্রিল) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল মেডিকেল কলজের পেশাগত ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
তবে প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএস ম-২০২০ এবং নভেম্বর-২০২০ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে চলবে।