Published : Tuesday, 6 April, 2021 at 2:16 PM, Count : 296

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত একই পরিবারের ছয় সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, জমজ দুই ভাই ১৯ বছরের ফারহান তৌহিদ ও ফারবিন তৌহিদ, তাদের বড় ভাই ২১ বছরের তানভির তৌহিদ, মা আইরিন ইসলাম (৫৬), বাবা তৌহিদুল ইসলাম (৫৪) ও তাদের নানী ৭৭ বছরের আলতাফুন নেসা।
টেক্সাস পুলিশের সার্জেন্ট জন ফেলি জানান, পরিবারটির কোন সদস্য আত্মহত্যা করেছেন বলে তাদের এক পারিবারিক বন্ধু পুলিশকে জানায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। সোমবার মরদেহ উদ্ধার করলেও পুলিশের ধারণা নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গত শনিবার। পরিবারের ছয় সদস্যের মধ্যে দুই ভাই অন্য চার সদস্যকে খুনের পর নিজেরা আত্মহত্যা করে। দীর্ঘদিন ধরেই তারা মানসিক অবসাদে ভুগছিল। এ বিষয়ে জমজ দুই ভাই একটি সুইসাইড নোট লিখে রেখে গেছে।
ইনেস্টাগ্রামে দীর্ঘ সুইসাইড নোটে ফারহান জানায়, নবম শ্রেণি থেকেই হতাশা আর বিষন্নতার বিরুদ্ধে তার লড়াই অব্যাহত রয়েছে। এ থেকে উত্তরণের পথও খুঁজেছে সে। কিন্তু নিজে আত্মহত্যা করলে পরিবারের অন্যরা সারাজীবন কষ্ট পাবে, বিধায় বড় ভাইয়ের সঙ্গে আলাপ করে পরিবারের সবাইকে নিয়ে মারা যাবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সে।