Published : Thursday, 8 April, 2021 at 9:40 PM, Count : 130

যশোরের মণিরামপুরের পলাশী গ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আটজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন এস আই শাহাবুল আলম। ডাকাতির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় রবিনকে অব্যাহতির আবেদন করা হয়েছে চার্জশিটে।
অভিযুক্তরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বার তরফদারের ছেলে বাহার আলী তরফদার, বরকত উল্লাহ গাজীর ছেলে শফিকুল ইসলাম ওরফে রেজাউল ওরফে গন্ডু, আশাশুনির শেতপুর গ্রামের মৃত মোকসেদ সরদারের ছেলে আব্দুস সালাম সরদার, খুলনা ডুমুরিয়ার চাকুন্দিয়ার আশরাফ ওরফে আরশাদ শেখের ছেলে হাবিবুর রহমান, যশোরের মণিরামপুরের ইত্তা গ্রামের আব্দুল করিমের ছেলে সাইফুল ইসলাম, ঝিকরগাছার মির্জাপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে তহিদুর রহমান কালু, শার্শার বুরুজবাগান গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে নুর মোহাম্মদ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী গ্রামের আব্দুর রবের ছেলে মুরুফ শিকদার।
মামলার অভিযোগে জানা গেছে, পলাশী গ্রামের মনির হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০২০ সালের প্রথম দিকে তিনি দেশে ফিরে আসেন। ওই বছরের ২২ আগস্ট রাতে খাওয়া দাওয়া করে সকলে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একদল ডাকাত ঘরের পিছনের গেট ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে নগদ টাকা, সোনার গহনা, মোবইল ফোন, প্রায় দু’লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপার মনির হোসেন অপরিচিতদের আসামি করে মণিরামপুর থানায় ডাকাতি মামলা করেন।