Published : Sunday, 18 July, 2021 at 4:58 PM, Count : 306

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে দুই হাজার ৮৬২টি নমুনা পরীক্ষা করে ৯৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৩৯ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৩০৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ০১ শতাংশ।
রোববার (১৮ জুলাই) জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে। এদিকে উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে আটজনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার আট জন, বাঁশখালীর ১৮ জন, আনোয়ারার তিন জন, চন্দনাইশের ২৬ জন, পটিয়ার ৪৫ জন, বোয়ালখালীর ৪০ জন, রাঙ্গুনিয়ার ১৮, রাউজানের ৪২, ফটিকছড়ির ২৭, হাটহাজারীর ২৮, সীতাকুণ্ডের ১৭, মীরসরাইয়ের ১৩ জন ও ১৩ জন সন্দীপ উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ৯০২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৫৩ হাজার ৯৬১ ও ১৬ হাজার ৯৪১ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৫১৭ ও উপজেলা পর্যায়ের ৩১৮ জনসহ মোট ৮৩৫ জন মারা গেছেন।