Published : Monday, 19 July, 2021 at 3:59 PM, Count : 269

এফডিসিতে কোরবানি দিতে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। প্রতিবছর কোরবানি ঈদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন- এফডিসিতে একাধিক পশু কোরবানি করা হয়। শিল্পী-পরিচালকদের সংগঠন ছাড়াও ব্যক্তি উদ্যোগেও অনেকে কোরবানি করেন। এসব মাংস বিতরণ করা হয় অসচ্ছল শিল্পীদের মধ্যে। তবে এবার তা হচ্ছে না।
কোরবানি দিলে একাধিক স্থানে নোংরা আবর্জনা হয়ে যায়। দুর্গন্ধ ছড়ায়। এজন্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যাতে এফডিসির অভ্যন্তরে কোরবানি দেওয়া না হয়। কোরবানির পশু প্রবেশ না করে।
এদিকে এবার শিল্পী সমিতি এবং পরিচালক সমিতি একসংগে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও প্রতিবছর এফডিসিতে কোরবানি করেন নায়করাজ রাজ্জাক এবং মান্নার পরিবার। চিত্রনায়িকা পরীমনি প্রতিবারের মতো এবারও ছয়টি গরু কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এবার কোথায় কোরবানি হবে তা নিয়ে চলছে জোর আলোচনা।