Published : Monday, 19 July, 2021 at 9:56 PM, Update: 20.07.2021 12:23:01 PM, Count : 813

যশোরে করোনা ভাইরাস মোকাবেলায় যেসব ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে কাজ করছেন, তাদের মধ্যে ২৪ জনকে পুরস্কৃত করলেন সিভিল সার্জন। সোমবার বেলা ১২টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতাল সভাকক্ষে হাতের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিভিল সার্জন শেখ আবু শাহীন।
সম্মাননা স্মারকপ্রাপ্তরা হলেন ঝিকরগাছা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশিদুল আলম, অভয়নগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদুর রহমান রিজভী, শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর আবু মাউদ, চৌগাছা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফুন্নাহার, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শুভ্রা দেবনাথ, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরিফুল আলম, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, যশোর বক্ষব্যাধী হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার পলাশ কুমার দাস, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আদনান ইমতিজায় রাহুল, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ইপিআই) সাধনা রানী মিস্ত্রী, যশোর সিভিল সার্জন অফিসের ল্যাব টেকনিশিয়ান মাহবুবা সুলতানা, যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ল্যাব) বিপাশা হালদার, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক জসিম উদ্দীন, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক আলম, শার্শার পোড়াবাড়ি কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা সোনিয়া পারভিন, অভয়নগরের নাউলি কমিউিনিটি ক্লিনিকের সিএইচসিপি সাথী খাতুন, বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী রবীন্দ্রনাথ ভক্ত, কেশবপুরের ইপিআই মনিরুজ্জামান, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা তাপতী দাস, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র সেবিকা বিথীকা শিকদার, যশোর সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ আব্দুল হাইয়ুম, কেশবপুর এএইচআই আমিনুল ইসলাম ও যশোর সিভিল সার্জন অফিসের অফিস সহকারী ইসরাইল হোসেন।