Published : Tuesday, 20 July, 2021 at 2:20 PM, Count : 432

পবিত্র ইদুল আজহার নামাজ চলাকালে আফগানিস্তানো প্রেসিডেন্টের বাসভবনের পাশে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। এ সময় দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনিও নামাজ পড়ছিলেন। খবর আলজাজিরা।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেশটির সবচেয়ে সুরক্ষিত ‘গ্রিন জোন’ এলাকায় এই রকেট হামলা চালানো হয়। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের দূতাবাস রয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টার দিকে দেশটির রাজধানী কাবুলে এ ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ঈদের নামাজের সরাসরি সম্প্রচার করছিল। এ সময় রকেট হামলার শব্দ শোনা যায়।