Published : Tuesday, 20 July, 2021 at 9:06 PM, Count : 246

সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার দুপুরে দুই সংগঠনকে ৪টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। গ্রামের কাগজ অফিসের সামনে এক অনুষ্ঠানে উদীচী যশোরকে ২টি এবং শেখ ফজলুল হক মণি-আরজু মণি ফ্রি অক্সিজেন ব্যাংককে দুটি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের যশোর জেলা আহবায়ক মবিনুল ইসলাম মবিন, যুগ্ম আহবায়ক প্রশান্ত বিশ্বাস, সাজেদ রহমান বকুল, সদস্য সচিব দেবাশিষ মিশ্র জয়, সদস্য যোগেষ দত্ত, শ্রাবণী সুর, দিপংকর দাস রতন, আফজাল হোসেন দোদুল এবং মুস্তাক হোসেন শিম্বা।