Published : Wednesday, 21 July, 2021 at 10:14 AM, Count : 298

আজ কোরবানির ঈদ। যশোরে ঈদের সূর্যউদয় হয়েছে বৃষ্টির সাথে। যদিও বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে । তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনো। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া তথ্য অনুসারে, সারাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদিন মেঘলা আকাশের পাশাপাশি মাঝে মধ্যে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। সূর্যের দেখা মেলার সম্ভাবনা কম।
এছাড়াও আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামী দুই দিনের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।