Published : Wednesday, 21 July, 2021 at 12:51 PM, Update: 21.07.2021 12:57:07 PM, Count : 550

প্রতিবছরই কোরবানি দেওয়ার সময় অসচেতনতার কারণে অনেকে আহত হন। কোরবানি দিতে গিয়ে আহত হয়ে রাজধানীসহ আশপাশের জেলার শতাধিক লোক ঢাকা মেডিক্যাল কলেজে এসে চিকিৎসা নিচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।
কোরবানি দিতে গিয়ে পশুর আঘাত পাওয়ার পাশাপাশি ব্যবহৃত চাকুতে অনেকে আহত হয়েছেন অনেকে। বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কমের তথ্য অনুসারে আজ বুধবার সকাল ৮ সাড়ে থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীসহ তার আশেপাশের এলাকা থেকে কোরবানির দিতে গিয়ে অসাবধানতাবশত প্রায় শতাধিক মানুষ আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে।
কোরবানির দেওয়ার সময় চাকু দিয়ে কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। দিনভর এ সংখ্যা আরও বাড়তে পারে। এ পর্যন্ত আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়। এদিকে যশোরে কোরবানি দিতে গিয়ে আহত হওয়ার কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।