Published : Wednesday, 21 July, 2021 at 11:05 PM, Update: 21.07.2021 11:29:22 PM, Count : 528
এদেশের সমাজ ব্যবস্থাপনায় বিশেষ করে ঈদের দিন সবাই তার পরিবার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন নিয়ে ব্যস্ত থাকেন। ইসলাম ধর্মের দুটি ধর্মীয় উৎসবে এমনই চোখে পড়ে সচরাচর। কিন্তু নিজের অর্থ দিয়ে করোনা রোগিদের খাবার দিয়ে যশোরে অনেকটা ব্যতিক্রমী উদ্যোগে ঈদের দিন পার করলেন সাবেক ছাত্রলীগ নেতা এসএম জাহিদ আহমেদ (বাবু যশোরী)।
ঈদের দিন তিনি দুঃস্থ অসহায়দের জন্য খাবার বিতরণ করেছেন। বিশেষ করে হাসপাতালে করোনা রোগীদের জন্য নিজ হাতে স্বাস্থ্যবিধি মেনে এ সব খাবার বিতরণ করেছেন। যার মধ্যে ছিল কমলা, মিষ্টি, রান্না করা সেমাইসহ অন্যান্য। যা সকলের কাছে প্রশংসিত হয়েছে। তার এ উদ্যোড়ে দিন ব্যাপি সোশ্যাল মিডিয়ায় তিনি অনেকের কাছ থেকেই বাহবা পেয়েছেন।
যশোর জেলা ছাত্রলীগের সাবেক এই নেতা জানান, বঙ্গবন্ধুর আদর্শের নেতা তিনি দল মতের উর্দ্ধে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করতে চান এবং দীর্ঘদিন করে যাচ্ছেন বলে জানিয়েছেন।
শুধু এই প্রথম নয়, বিভিন্ন সময়ে তিনি দুস্থ অসহায় মানুষের জন্য বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
তবে মজার ব্যাপার হলো ঈদের দিন যে খাবার তিনি বিতরণ করেছেন, তা তার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত টাকায় এই খাদ্য সামগ্রী ক্রয় করা। যা তিনি নিজ হাতে বিতরণ করেছেন বলে জানান।
যশোরী বাবু আরো জানান, ঈদের দিন পরিবারের সাথে ঈদ উদযাপনে না গিয়ে অসহায় মানুষের জন্য কিছু করতে পেরেছেন, এটাই তার কাছে অনেক পাওয়া । আর এই কার্যক্রম আগামী তো অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
ঈদের পরের দিন বৃহস্পতিবার তিনি একই ভাবে মাংস এবং ভাতের ব্যবস্থা করবেন, বিশেষ করে হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য।