Published : Sunday, 14 November, 2021 at 8:14 PM, Count : 127

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রোববার যশোর ডায়াবেটিক সমিতি, আহাদ ডায়াবেটিক ও হেলথ কমপ্লেক্সের উদ্যোগে সকালে বালিয়াডাঙ্গা এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের যুগ্ম সম্পাদক এসএম আখতারুজ্জামান। এ সময় বক্তৃতা করেন সিইও ডাক্তার মীর ফায়জুল ইসলাম, কনসালটেন্ট কাজী মোস্তাফিজুর রহমান, জুনিয়র কনসালটেন্ট প্রদীপ গাইন,মেডিকেল অফিসার ওয়াহিদা গনি তানিয়া, মেডিকেল অফিসার তৌহিদুর রহমান,ডেন্টাল সার্জন মতিউর রহমান সোহাগ প্রমুখ।
বিশ্ব ডায়াবেটিস দিবসে নূরুল ইসলাম ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে সকালে র্যালি অনুষ্ঠিত হয়। শহরের নীল রতন ধর রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় সভাপতির বক্তৃতা করেন

যশোর মেডিকেল কলেজ সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম। এছাড়া, আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল গাদ্দাফী রানা, যশোর নূরুল ইসলাম ডায়াবেটিক সেন্টারের ফারহানা ইসলাম মৌসুমী, প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান, মুরাদ হোসেন প্রমুখ।