Published : Saturday, 27 November, 2021 at 6:30 PM, Count : 158

প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে খেলার সুয়োগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাইপর্ব আইসিসি শনিবার বাতিল ঘোষণা করেছে। তবে র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ২০২২ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
মূলত দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের (ই.১.১.৫২৯) কারণে আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল করেছে। বাছাইপর্ব বাতিল হওয়ায় আইসিসি হেঁটেছে র্যাঙ্কিংয়ের পথে। অর্থাৎ আইসিসি’র সবশেষ ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী তিনটি দল সুযোগ পাচ্ছে ২০২২ বিশ্বকাপে।
সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে পঞ্চম স্থানে। ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে ষষ্ঠ স্থানে। তারা ২০২২ বিশ্বকাপের আয়োজক। ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল আছে সপ্তম স্থানে। আর ৬৮ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান নারী দল আছে অষ্টম স্থানে।
র্যাঙ্কিং অনুযায়ী নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।