Published : Saturday, 27 November, 2021 at 8:42 PM, Update: 27.11.2021 9:36:10 PM, Count : 255

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, সংবাদপত্র আর সাংবাদিকতার মান ঠিক না থাকলে দেশের গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে এর মান ঠিক রাখা জরুরি। এর ব্যত্যয় ঘটলে বিশ্বের বুকে এ দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। তিনি শনিবার যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
‘মুক্তিযুদ্ধ-অসাম্প্রদায়িকতা-পেশাদারিত্বে অবিচল’ স্লোগানকে সামনে রেখে শনিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের গণমাধ্যমের ব্যাপক ভূমিকা ছিল। তবে, সেখানে নানা বাধা বিপত্তি ছিল। কারণ পশ্চিম পাকিস্তানের নানা ধরনের চাপ ছিল ওইসময়। তারপরও এদেশের গণমাধ্যমের কার্যক্রমকে আটকে রাখতে পারেনি। দেশের উন্নয়ন ও বর্তমান সরকারের সার্বিক উন্নয়নকে সামনে নিয়ে সংবাদকর্মীদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান,পুলিশসুপার প্রলয় কুমার জোয়ারদার।
অনুভূতি ব্যক্ত করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সহসভাপতি মধুসূদন মন্ডল, মহাসচিব দীপ আজাদ ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এইচ আর তুহিন।