Published : Saturday, 27 November, 2021 at 9:19 PM, Count : 315

শুক্রবার রাতে মহেশপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী মহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেনের নেতৃত্বে শুক্রবার রাতে উপজেলার সামন্তা বাজার থেকে আসামি মহিলদুলকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে স্ত্রী রোজিনাকে হত্যা করে সে পালিয়ে যায়। শুক্রবার সকালে নিহত রোজিনার পিতা বাবুল আক্তার মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে সামন্তা এলাকা থেকে আটক করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।