Published : Monday, 6 December, 2021 at 11:20 AM, Count : 227

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে আজ সোমবার মৈত্রী দিবস পালন করা হবে।
সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনের একটি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়াল্ড এ্যাফের্য়াস (আইসিডব্লিউএ) এবং নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন দিনটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে।
সরকারি সূত্র বাসসকে জানিয়েছে,দিনটি উপলক্ষে আইসিডব্লিউএ এক আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে দিনটির তাৎপর্য ও ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা তুলে ধরে একটি ভাষণ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।