Published : Friday, 14 January, 2022 at 8:34 PM, Count : 221

যশোর জেলা ছাত্রলীগের সাবেক নেতা, টিএন্ডটি কর্মচারী ইউনিয়নের নেতা বীরমুক্তিযোদ্ধা সৈয়দ হাসান শিবলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেল তিনটা ১৫ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দেশের প্রখ্যাত ভাস্কর বীরাঙ্গনা ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভাই।
তিনি ১৯৭২ সালে যশোর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। এরপর তিনি নিয়োগ পান যশোর টিএন্ডটিতে। ২০০৯ সালে তিনি চাকরি থেকে অবসরে যান। শুক্রবার যশোর রেলবাজার জামে মসজিদে বাদ জুম্মা জানাজার পর গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মিকাইল ইসলাম। পরে তার মরদেহ কারবালা কবরস্থানে দাফন করা হয়। তিনি অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে তার অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
বীরমুক্তিযোদ্ধা হাসান শিবলীর জানাজায় উল্লেখযোগ্যদের মধ্যে অংশ নেন যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, রাজেক আহমেদ ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আতিকুর রহমান বাবু প্রমুখ।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম মিলন, যুগ্ম সম্পাদক সমীর কুন্ডু, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবীর, শহর কমিটির আহ্বায়ক এসএম মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক শাহাজাদা নেওয়াজ, শেখ ইব্রাহিম, নজরুল ইসলাম প্রমুখ।