Published : Tuesday, 18 January, 2022 at 6:22 PM, Count : 134

জয় দিয়ে বাংলাদেশের প্রমিলা ক্রিকেটাররা কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব শুরু করেছে। মঙ্গলবার কুয়ালালামপুরে মালয়েশিয়াকে আট উইকেটে হারিয়েছে। প্রতিপক্ষের করা ৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭২ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
কিনরারা একাডেমি ওভালে টসে হেরে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মালয়েশিয়া। শেষ পর্যন্ত ২০ ওভার খেললেও কেউই ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ১২ রান করেছেন অধিনায়ক দুরাইসিংগাম।
বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন সুয়াইয়া ও রুমানা। চার ওভার বল করে মাত্র চার রান দেওয়া রুমানা হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়। একটি করে উইকেট নিয়েছেন সালমা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনির।
জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন। কিন্তু পঞ্চম ওভারে চারটি বাউন্ডারি ও একটি ছক্কায় ১৯ বলে ২৮ রান করা শামিমা ফিরলে ভাঙে ৩৮ রানের জুটি।
পরে প্যাভিলিয়নে ফিরেন আরেক ওপেনার মুর্শিদা। একটি বাউন্ডারিতে ১৬ বলে ১৪ রান করেন তিনি। দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন নিগার ও ফারজানা হক।
বাছাইপর্বে যে দলটি পয়েন্ট টেবিলে শীর্ষে থাকবে তারাই খেলার সুযোগ পাবে কমনওয়েলথ গেমসের মূল পর্বে। আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ডের বার্মিংহ্যামে হবে মূল পর্ব।