Published : Tuesday, 18 January, 2022 at 5:38 PM, Count : 231

নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার বাল্যবন্ধু ফরহাদকে আসামি করে দায়ের করা হত্যা মামলায় দু’জনকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে নিহত মডেল শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মঙ্গলবার সন্ধ্যা কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া বাংলানিউজকে জানান, মামলায় শিমুর স্বামী নোবেল ও তার বাল্যবন্ধু ফরহাদ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় দুই আসামির জিজ্ঞাসাবাদের জন্য ১০ দশ দিন করে রিমান্ড আবেদন করলে দু’জনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ওসি জানিয়েছেন, তাদের রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।