Published : Tuesday, 18 January, 2022 at 7:06 PM, Count : 166

আমাদের মূল ব্যাটাররা ভালো পারফরম করতে পারে তাহলে নিশ্চিতভাবেই পরের ম্যাচে ঘুরে দাঁড়াব আমরা। এমনটিই আশা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দলপতি রাকিবুল হাসানের।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। অথচ প্রথম ম্যাচেই যাচ্ছে তাই ব্যাটিংয়ের কারণে ইংল্যান্ডের কাছে পরাজয় সাত উইকেটে। ১১ নম্বর ব্যাটার রিপন মন্ডল ৩৩ রান না করলে দলীয় স্কোর হতো আরও হতশ্রী।
গ্রুপ ‘এ’তে বাংলাদেশ পরের দুই ম্যাচ খেলবে ২০ জানুয়ারি কানাডা ও ২২ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে। আরব আমিরাত প্রথম ম্যাচে কানাডাকে হারিয়েছে ৪৯ রানে। আরব আমিরাতের ২৮৪ রানের জবাবে তারা গুটিয়ে যায় ২৩৫ রানে। আইসিসির সহযোগী দুই দল নিয়ে না ভেবে নিজেদের সেরাটা খেলতে চান রাকিবুল, এখনো দুই ম্যাচ বাকি। পরের রাউন্ডে যেতে দু’টি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে।