Published : Tuesday, 18 January, 2022 at 8:38 PM, Count : 268

যশোরের ঝিকরগাছায় প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে আহত হয়েছেন। তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার কোদালিয়া গ্রামের ওয়াজেদ আলী (৪০) ও তার ছেলে সেলিম কবির (১৮)।
আহত সেলিম জানান, তার সাথে একই গ্রামের হোসেন, মান্নান, ইসহাক ও মনিরুলের বিরোধ চলে আসছিল। সোমবার রাত আটটার দিকে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিপক্ষের ওই চারজন তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। ওইসময় তার বাবা ওয়াজেদ আলী বাধা দিতে এলে হামলাকারীরা তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।