Published : Tuesday, 18 January, 2022 at 9:06 PM, Count : 319

যশোরের শার্শায় সাকিব হোসেন (১৫) নামে এক ইজিবাইক চালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ধলদাহ গ্রামের একটি ইটভাটার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ঝিকরগাছা উপজেলার পুরুন্দপুর গ্রামের শাকিল হোসেনের ছেলে।
নিহতের পিতা শাকিল হোসেন জানান, পারিবারিক কলহ থাকায় সাকিব তার মায়ের সাথে শার্শায় নানা আকবর আলীর বাড়িতে থাকতো। সংসারের হাল ধরতে কয়েক বছর ধরে ইজিবাইক চালাচ্ছিল সে। সোমবার দুপুরে ইজিবাইক নিয়ে বের হওয়ার পরে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে পুলিশের ফোনে জানতে পারেন তার ছেলের লাশ উদ্ধার হয়েছে।
নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেলা সাড়ে ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করতে এ হত্যাকান্ড। আসামিদের আটকের জন্য অভিযান চলছে।