Published : Tuesday, 18 January, 2022 at 9:22 PM, Count : 131

যশোরের শার্শায় এক কৃষককে হত্যা চেষ্টার অভিযোগে বাবা ও ছেলের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার মামলাটি করেছেন শার্শা উপজেলার আমলাই গ্রামের আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান। আসামিরা হলেন, একই গ্রামের মামুন হোসেন, তার পিতা আব্দুল হামিদ ও চাচা আব্দুস সামাদ। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেছেন, গত বছরের ১২ মে তার ছোট ভাই শাহাবুর খুন হন। খুনের তিনমাস পর বাদী আদালতে মামলা করেন। মামলাটি পিবিআই তদন্ত করছে। তদন্তের স্বার্থে মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে করে ক্ষিপ্ত হয়ে ওঠে আসামিরা। তারা ওই মামলা তুলে নিতে চাপ দেয়। অন্যথায় ভাইয়ের মতো বাদীকেও হত্যার হুমকি দেয়া হয়। বাধ্য হয়ে বাদী শার্শা থানায় জিডি করেন। এরপর এলাকায় পুলিশ গিয়ে তদন্ত করে। এরপর থেকে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে আসামিরা।
সর্বশেষ, গত ১২ জানুয়ারি দুপুর তিনটায় বাদী গরু কেনার জন্য বাড়ি থেকে বের হন। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বাদীকে রড দিয়ে মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন। পরে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর আমামিরা বাদীর পকেটে থাকা গরু কেনার পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেয়। এছাড়া হত্যা করে লাশ গুমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশপাশের লোকজন এসে হাবিবুরকে হাসপাতালে ভর্তি করে।