Published : Wednesday, 19 January, 2022 at 12:49 AM, Update: 19.01.2022 12:53:41 AM, Count : 272

পুলিশের পুরস্কার ঘোষিত মাদক সম্রাট যশোর বেনাপোল সীমান্তের ভবের বেড় গ্রামের রবিউল ইসলাম কালু আবারো বেপরোয়া হয়ে উঠেছে। দীর্ঘদিন পলাতক থাকার পর বর্তমানে মাদকের বড় বড় চালান যশোরসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। এসব অভিযোগ উঠেছে সীমান্ত শহর বেনাপোলের বিভিন্ন মহল থেকে।
মাদক সম্রাট রবিউল ইসলাম কালু ওরফে পাম্প কালুর বর্তমানে প্রায় দেড়ডজন মামলা আদালতে বিচারাধীন। দেশে ফিরেই সে বীরদর্পে শুরু করেছে পুরাতন কারবার।
একাধিক সূত্র থেকে জানা গেছে, যশোরের শার্শা, পোর্ট থানা ও চৌগাছা থানার মাদক তারিকায় মোস্ট ওয়ান্টেড হিসেবে চিহ্নিত রবিউল ইসলাম কালু ওরফে পাম্প কালু। গত ১৭ সালে ২২ ডিসেম্বর যশোরের সাবেক পুলিশ সুপার আনিছুর রহমান ঘোষণা করেন কালুকে কেউ ধরিয়ে দিতে পারলে তাকে ২৫ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। এরপর কালু প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যায় এবং সীমান্তের ওপারে বনগাঁ এলাকায় বসবাস করতে থাকে। পরবর্তীতে পুলিশ সুপার আনিছুর রহমান যশোর থেকে বদলি হয়ে যাওয়ার পর বীরদর্পে ফিরে আসে মাদক সম্রাট কালু। ফের শুরু করে মাদক পাচারের কাজ। গত কয়েক দিন ধরে সরেজমিনে অনুসন্ধান কালে কথা হয় স্থানীয় মানুষের সাথে। তারা বলেন, বর্তমানে কালু ১০ থেকে ১৫ জনের একটি দল গঠন করে মাদক পাচারের কাজ চালিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদক সম্রাট কালু আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থার অসাধু সদস্যদের সাথে যোগাযোগ রেখেই মাদক ব্যবসা করছে বলে এলাকায় প্রচার করে বেড়াচ্ছে। যে কারণে কেউ তাকে আটক বা গ্রেফতার করবে না বলেও কালু দ¤ো¢ক্তি দেখিয়ে আসছে।