Published : Sunday, 23 January, 2022 at 9:38 PM, Count : 610

যশোরের সন্তান হোসেনউদ্দীন হোসেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১ এ ভূষিত হয়েছেন। প্রবন্ধ ও গবেষণায় তিনি এ পুরস্কার পাচ্ছেন। রোববার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ প্রাপ্তরা হলেন আসাদ মান্নান, বিমল গুহ (কবিতা), ঝর্না রহমান, বিশ্বজিৎ চৌধুরী (কথাসাহিত্য), হোসেনউদ্দীন হোসেন (প্রবন্ধ/গবেষণা), আমিনুর রহমান, রফিক-উম-মুনীর চৌধুরী (অনুবাদ), সাধনা আহমেদ (নাটক), রফিকুর রশীদ (শিশুসাহিত্য), পান্না কায়সার (মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণা), হারুন-অর-রশিদ (বঙ্গবন্ধু বিষয়ক গবেষণা), শুভাগত চৌধুরী (বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান), সুফিয়া খাতুন, হায়দার আকবর খান রনো (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী) ও আমিনুর রহমান সুলতান (ফোকলোর)।
ইতিহাসবিদ, উপন্যাসিক, কবি ও সাংবাদিক হোসেনউদ্দিন হোসেন ১৯৪১ সালে ২৮ ফেব্রুয়ারি যশোরের ঝিকরগাছা কৃষ্ণনগর গ্রামে এক বনেদি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কলিম উদ্দীন এবং মাতার নাম আরিছন নেছা। হোসেনউদ্দিন হোসেন এর আগেও অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০০৬ সালে তাকে ক্যামব্রিজ, ইংল্যান্ড থেকে ‘টপ হান্ড্রেড রাইটার’ হিসেবে ঘোষণা দেয়া হয়। কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের এমএ ক্লাসে ২০১০ সালে হোসেনউদ্দীন হোসেনের ইঁদুর ও মানুষেরা উপন্যাসটি পাঠ্যসূচি করা হয়েছে।