Published : Sunday, 23 January, 2022 at 10:06 PM, Count : 185

যশোরের বেনাপোলে ৫ কেজির একটি গাঁজার চালানসহ তিন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। একইসাথে ওই চক্রে আরো কেউ আছে কিনা তদন্ত চলছে।
চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৩ জানুয়ারি বেনাপোল থানার অফিসার ইনচার্জ মামুন খানের নেতৃত্বে আটক ও উদ্ধার তৎপরতা চলে। এসআই রোকানুজ্জামানসহ একদল পুলিশ এদিন সকাল ৮ টা ৪৫ মিনিটে বেনাপোলের বোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকার জাকির হোসেনের হোটেলের সামনে থেকে ৫ কেজি গাঁজাসহ আটক হয় ৩ জন। এরা হচ্ছে মণিরামপুরের গোপালপুরের বিউল ইসলামের স্ত্রী পারভীন বেগম (৩৫), বসুন্দিয়া সদুল্লাহপুরের গফ্ফার খানের স্ত্রী ফাতেমা খাতুন (৩৫) ও বেনাপোলের কাগজপুকুর উত্তরপাড়ার মৃত আফসার মোড়লের ছেলে আনিছুর রহমান (৪৮)।
ওই চক্রে আরো কেউ আছে কিনা তদন্ত চলছে। এছাড়া ওই এলাকার আলোচিত মাদক ব্যবসায়ীদের উপর নজরদারি করা হচ্ছে।