Published : Monday, 24 January, 2022 at 12:31 AM, Count : 450

যশোরের বাঘারপাড়া উপজেলার কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ নেতা শেখ ইউনুছ আলী।
রোববার (২৩ জানুয়ারি) ভোটাভুটির মাধ্যমে তিনি ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি নির্বাচিত হন।
এদিন বেলা ১১ টায় স্কুলের হলরুমে সরকারি বিধি মোতাবেক গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে পাঁচজন অভিভাবক সদস্য ও তিনজন শিক্ষক প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী ছয় ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।তার একমাত্র প্রতিদ্বন্দি শামছুর রহমান পান দুই ভোট।
এ নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও নির্বাচন প্রক্রিয়ার সভাপতি উপজেলা মাধ্যমিক (শিক্ষা) কর্মকর্তা আকরাম হোসেন বলেন, সরকারি বিধি মোতাবেক গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।