Published : Thursday, 27 January, 2022 at 6:45 PM, Count : 81

ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল টি-২০ ক্রিকেট থেকে ছয় মাসের ছুটি নিয়েছেন। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। ছয় মাস পর কি হবে তাও জানিয়েছেন তামিম। তিনি বলেন, টিম ম্যানেজমেন্ট মনে করলে, বিশ্বকাপের জন্য দরকার হলে, আমি প্রস্তুত থাকি তাহলে তখন আলোচনা করবো। তবে আমার জায়গায় এ সময়ে যারা খেলবে, তারা এত ভালো খেলবে তখন আমার হয়তো প্রয়োজন পড়বে না।
তামিম ইকবাল টি-২০ খেলবেন কি খেলবেন না, এ নিয়ে গত কয়েকদিন ধরে নানা আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের ক্রিকেটে। তামিমের সঙ্গে আলোচনা করছেন বিসিবি সভাপতি এবং অন্য কর্মকর্তারা।
এসব কারণে অবশেষে মুখ খুললেন তামিম। তিনি বলেন, গত কয়েকদিন ধরে বোর্ডের অনেকের সঙ্গে, বিসিবি সভাপতি এবং ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস ভাই, কাজী ইনাম ভাইযের সঙ্গে মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে। তারা চাচ্ছেন আমি টি-২০ ম্যাচ যেন আমি চালিয়ে যাই। অন্তত বিশ্বকাপ পর্যন্ত।
তবে দুই পক্ষের কথা-বার্তা শেষে যা হয়েছে তা হলো, আগামী ছয় মাস টি-২০ ক্রিকেটে ফোকাস করবো না। টেস্ট এবং ওয়ানডেতে পুরোপুরি মনযোগ থাকবে আমার। ছয় মাস ইন্টারন্যাশনাল টি-২০ নিয়ে কিছুই ভাববো না।