Published : Thursday, 27 January, 2022 at 6:55 PM, Count : 147

ঢাকার মিরপুরের প্রথম পর্ব শেষ। আগামীকাল শুক্রবার শুরু চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়। সন্ধ্যা সাড়ে ৫টায় মিনিস্টার ঢাকার মোকাবেলা করবে সিলেট সানরাইজার্স।
চট্টগ্রাম পর্বেও অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ। এরপর বিপিএল আবার ফিরবে ঢাকায়। তারপর সিলেট পর্ব।
প্রথম পর্ব শেষে দুই ম্যাচে পূর্ণ চার পয়েন্ট নিয়ে সবার উপরে কুমিল্লা। সেখানে তিন ম্যাচে দুই জয়ে সমান চার পয়েন্ট চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তাদের রয়েছে একটি হার। নেট রান রেটে পিছিয়ে থাকায় দলটির অবস্থান দ্বিতীয়। এরপরের চারটি দলের পয়েন্টই সমান দুই করে। নেট রান রেটের হিসেবে যথাক্রমে এর পরের দলগুলো ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, সিলেট সানরাইজার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা।