Published : Thursday, 27 January, 2022 at 7:33 PM, Update: 27.01.2022 7:38:08 PM, Count : 164

দুই বছর আগে যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে বৈশ্বিক ক্রিকেটে প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবরা। ঠিক দুই বছর পর এসে আগামী শনিবার আবারও মুখোমুখি হচ্ছে দেশ দু’টির যুব ক্রিকেটাররা। তবে এবার শিরোপা নির্ধারণী ম্যাচে নয়। লড়াইটা কোয়ার্টার ফাইনালে। দুই দলের লড়াইকে ঘিরে কিছুটা উত্তাপও ছড়িয়েছে ক্রিকেটাঙ্গনে। নর্থ স্ট্যান্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
যুব ক্রিকেটে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ২৪টি ম্যাচে। ভারতের ১৯ জয়ের বিপরীতে বাংলাদেশ জয় মাত্র চারটিতে। একটি ম্যাচে কোনো ফল আসেনি। এ পরিসংখ্যানই বলে দেয়, বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ভারতের যুব ক্রিকেট দলটি।
শেষ মুখোমুখিতেও বাংলাদেশের পারফরম্যান্স ভালো নয়। বিশ্বকাপের আগে বাংলাদেশ ও ভারত যুব এশিয়া কাপের সেমিফাইনাল খেলেছিল। বাংলাদেশ সেই ম্যাচে শারজাহতে ব্যাটিং ব্যর্থতায় ১০৩ রানে হেরে যায় লাল সবুজে যুব ক্রিকেটাররা।
বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে কলকাতায় ভারত যুব দলটির বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করেছিল বাংলাদেশ। তিন দলের টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। সাম্প্রতিক পারফরম্যান্সে বড় আশা দেখতেই পারে জুনিয়র টাইগাররা।
কোয়ার্টার ফাইনালে নামার আগে বেশ লম্বা একটা সময় পেয়েছে বাংলাদেশের যুবরা। এ সময়ে তারা ফিটনেস এর পাশাপাশি নিয়মিত অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। এবার বাইশ গজে নিজেদের মেলে ধরার পালা।