Published : Thursday, 27 January, 2022 at 10:08 PM, Count : 338

যশোর ঈদগাহ মাঠে আরও দু’দিন বাড়ানো হয়েছে গণটিকা কার্যক্রম। শনি ও রোববারও এখানে টিকা প্রদান করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে টিকা নিয়েছেন তিন হাজার একশ’ ৬০ জন। গত দু’দিনে এখান থেকে টিকা নিয়েছেন পাঁচ হাজার দুশ’ ৭৬ জন।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেহেনেওয়াজ রনি জানান, বৃহস্পতিবার জেলায় ১১ হাজার পাঁচশ’ ৬৩ জনকে টিকা প্রদান করা হয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ আট হাজার পাঁচশ’ ৮৪ ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এক হাজার নয়শ’ দু’জন। এছাড়া, বুস্টার ডোজ নিয়েছেন এক হাজার ৭৭ জন। তিনি আরও জানান, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় করোনার প্রথম ডোজ নিয়েছে ১৯ লাখ ৯০ হাজার একশ’ একশ’ ৬৩ জন। আর ১২ লাখ ৪৯ হাজার সাতশ’ ৮৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছে। এছাড়া বুস্টার ডোজ নিয়েছে ৩২ হাজার ছয়শ’ ৬১ জন।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে যশোর ঈদগাহ মাঠে গিয়ে টিকা নিতে সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি দেখা যায়। পাঁচটি বুথে পাঁচজন করে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে দু’জন সেবিকা ও তিনজন করে স্বেচ্ছাসেবক রয়েছেন। শহরের ঘোষপাড়া থেকে গণটিকা নিতে আসা বিমল কর জানান, কোনো রকম ভোগান্তি ছাড়াই টিকা পেয়েছেন। টিকার ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। বেজপাড়া এলাকার সোবাহান শেখ জানান, টিকার জন্য আবেদন করেছিলাম দু’ মাস আগে। কিন্তু এখনো এসএমএস আসেনি। তাই রাগ করে করোনার টিকা নেয়নি। এরপর টিকা নেয়ার জন্য পৌরসভা থেকে মাইকিং করা হয়। এরপর ভোটার আইডি কার্ড দেখিয়ে টিকা নিয়েছি।

শংকরপুর এলাকার মঞ্জুয়ারা বেগম নামে এক নারী বলেন, জীবন বাঁচাতে হলে করোনার টিকা নিতে হবে। তাই এসেছি টিকা নিতে। কিন্তু লাইন যেন শেষ হচ্ছে না। টিকা নিয়েই বাড়ি যাবেন বলে জানান তিনি।
সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস জানান, ১০ হাজার মানুষকে টিকা দিতে প্রস্তুত ছিল স্বাস্থ্যবিভাগ। কিন্তু টিকা নিয়েছেন পাঁচ হাজার দুশ’ ৭৬ জন। এ জন্য আরও দু’দিন টিকা কার্যক্রম বৃদ্ধি করা হয়ছে। যারা গণটিকা পেয়েছেন তারা টিকা সনদ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সকলেই টিকা সনদ পাবেন। তার জন্য অপেক্ষা করতে হবে। সকলের ভোটার আইডি কার্ড সংরক্ষণ করা হয়েছে। সার্ভারে এন্ট্রির পর তারা টিকা কার্ড উত্তোলন করতে পারবেন। দ্বিতীয় ডোজ নেয়ার পর মিলবে টিকার সনদ।