Published : Wednesday, 20 April, 2022 at 10:03 PM, Update: 22.04.2022 7:35:30 PM, Count : 185

সেদিন যিরাম এক ম্যা’ভাই এক গল্প শুনোলে। গল্পডা শুইনে মাতার মদ্দি কিরাম এট্টা হালকার মদ্দি ঝাপসা মাইরে যাচ্চিল। এলেকার দুই লোক ছিলো পাড় পাতাল। জীবনে সব কিচু তারা ছাড়ান দিলিও বতল টানা ছাড়ান দিতি পাইত্তো না। একদিন রিশার ঘোর কাইটে যাওয়ার পর তাইগের হুশ হইলো জীবনডা তো ভাটির দিকি কিচু এট্টা কত্তি হবে।
হটাস তাইগের মদ্দি একজন বুদ্দি পাতায় কলে আমাগের ব্যবসা কত্তি হবে। বেশ বেশ কইয়ে রাজি হইলো আরাকজনও। কিন্তুক ভ্যাজাল বাইদলো কিসির ব্যবসা করবে সিডা নিয়ে। এর মদ্দি একজন মাতা খাটায় কলে আমাগের আসলে আলুর ব্যবসা কত্তি হবে। আরাকজন কলে, হ্যাতো জিনুস থাকতি আলুর ব্যবসা করবো ক্যান। বুদ্দি যে পাতাইলো সে কলে, শোন আলুর ব্যবসায় কোন লস নেই। হ্যানো কোন মানুস নেই যে আলু খায় না, হ্যানো কোন তয়কার নেই যাতে আলু খাটে না, ইরাম কোন সুমায় নেই যকন আলু খাওয়া খাওয়া যায় না, কি বুজলি? অপরজন খুশিতি বাকবাকুম হইয়ে নতুন এট্টা বতল খুইলে দুই ঢোক মাইরে কচ্চে বেশ বেশ। তারে বতল টানতি দেইকে অইন্যজন কচ্চে বুদ্দি বাইরো কললাম আমি আর মুচ্চিমুলামে তুই খাবি ক্যান। কইয়েই বতল নিয়ে চুক চুক কইয়ে দেচ্চে সাবাড় কইরে। তাই দেইকে অপরজন কচ্চে এট্টু রইয়ে সইয়ে খা। ব্যবসা যে করবো আমাগের তো কোন অভিজ্ঞতা নেই। চল এট্টু র্যাকসেল কইরে নি। ধর আমি আলু বেচপো তুই কিনতি আইছিস। কি কবি ক’। তাই শুইনে অপরজন কচ্চে, ও ভাই আপনার কাচে আলু আচে? সে কলে আচে। তালি আমারে দুই বতল আলু দেন। যে বিক্কির করার র্যাকসেল কচ্চিল সে কলে আলু কি বতলে বিক্কির হয়, আলু কেজিতি বিক্কির হয়। এরপর কলে নে তুই দুকানদার আমি খদ্দের। সে কচ্চে ভাই আলুর দাম কত? সে কলে পচিশ টাকা। এবার ৫০ টাকার নোট বাইরো কইরে দিয়ে কলে আমারে দুই কেজি আলু দেন। তকন দুকানদার সাজাডা কচ্চে আলু তো নেবেন বতল আইনেচেন?
যতই ব্যবসা করার কতা মুকি কোক অন্তরে তাইগের বতল। ঠিক সিরাম আমাগের আশপাশে ইরাম কিচু মানুস আচে যাইগের যতই ভালো কতা কিম্বা ভালো বুজফোড় দিয়া হোক না কেন তারা যিডা কবে তা করবেই। আলাম কনে, মলাম যে !
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩