Published : Saturday, 7 May, 2022 at 7:14 PM, Count : 101

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত কমেছে। তবে এদিন করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে টানা ১৭ দিন করোনায় মৃত্যুশূন্য থাকলো দেশ।
গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ দুই হাজার ৬৫৬টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ১০ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ।
এর আগে শুক্রবার (৬ মে) দেশে ১৯ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। দৈনিক সংক্রমণের হার ছিল শূন্য দশমিক ১৮ শতাংশ।
এদিকে টানা ১৭ দিন দেশে করোনায় কোনো মৃত্যু না হওয়ায় এ সংখ্যাটি ২৯ হাজার ১২৭ অপরিবর্তিত থাকলো।
শনিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৯৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন। প্রতি একশ জন শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।