Published : Wednesday, 11 May, 2022 at 9:31 PM, Count : 454

যশোরে ছিনতাই, চুরি, বিস্ফোরক, হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি বেজপাড়ার ডলারকে আটক করেছে র্যাব-৬ যশোরের একটি দল। মঙ্গলবার দুপুর দুটোর পর তারা জানতে পারে ডলার বেজপাড়ায় অবস্থান করছেন। তাৎক্ষণিক র্যাব ওই
এলাকায় অভিযান চালিয়ে ডলারকে আটক করে। মেহেদি হাসান ডলার বেজপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেঃ এম.নাজিউর রহমান। তিনি জানান, ডলার কোতোয়ালি থানার ২০২১ সালের ১৬ আগস্টের একটি হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। যার মামলা নম্বর ৭০। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। ডলারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি। আটকের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হলে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।