Published : Friday, 13 May, 2022 at 8:21 PM, Count : 91

কেশবপুরে পুকুরের পানিতে ডুবে মফিজুর রহমান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার সাগরদাঁড়ি গ্রামে।
এলাকাবাসী জানান, সাগরদাঁড়ি গ্রামের মৃত তাজুল গাজীর ছেলে মফিজুর রহমান দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও গোসল করে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা ওই পুকুরে খুঁজতে নামেন। এ সময় পানির নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য সুভাষ কুমার নাথ বলেন, মফিজুর রহমান পেশায় কৃষক ছিলেন। দীর্ঘদিন আগে তার মৃগীরোগ ছিল। গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে তিনি মারা গেছেন।